রামগতির ১২ পূজা মন্ডপে ব্যাপক নিরাপত্তা বলয় Sarwar Sarwar Miran প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২ দেশালোক: গত বছর উপজেলার বেশ কয়েকটি মন্দির ও পূজা মন্ডপে তান্ডবের ঘটনা ঘটায় এবার পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ের মাধ্যমে লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হচ্ছে দুর্গা পূজা। এবার উপজেলায় ১২টি পূজা মন্ডপে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে এ বড় উৎসব। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সাধারন পূজা মন্ডপে দুই পুলিশ এবং চার আনসার, গুরুত্বপূর্ন মন্ডপে দুই পুলিশ এবং ছয় আনসার এবং অতি গুরুত্বপূর্ন মন্ডবগুলোয় দুই পুলিশ এবং আটজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। একজন এসআই/এএসআই এর নেতৃত্বে আইনশঙ্খলা নিয়ন্ত্রিত হচ্ছে প্রতিটি মন্ডপে। এছাড়াও নিরাপত্তা রক্ষায় ‘সামাজিক সম্প্রীতি রক্ষা কমিটি’ এবং নিজস্ব পরিচালনায় রয়েছে বিশাল স্বেচ্ছাসেবি দল। অন্যদিকে নিরাপত্তা রক্ষায় পুরো উপজেলায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একটি মোবাইল টীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পূজা উৎসবকে নির্বিঘœ করতে মাঠে আছে উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের সদস্যরাও। এর আগে প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে এর আগে উপজেলা প্রশাসন বিতরন করেছে সিসি ক্যামেরা সিস্টেম। পুজা উদযাপন সংশ্লিষ্টদের সাথে একাধিকবার মতবিনিময় করেছেন জেলা-উপজেলা ও পুলিশ প্রশাসন। উপজেলার পূজা মন্ডপ গুলো হচ্ছে- শ্রী শ্রী রামঠাকুরাঙ্গন সর্বজনীন পূজা মন্ডপ (চরসীতা), শ্রী শ্রী বড়াকর্তার আশ্রম সর্বজনীন দুর্গা পূজা মন্ডপ (চরসীতা), মহাজন বাড়ি শ্রী শ্রী সর্বজনীন দুর্গা পূজা মন্ডপ (শিক্ষাগ্রাম), সর্বজনীন শ্রী শ্রী সারদীয় দুর্গা পূজা মন্ডপ (চরসেকান্দর), সর্বজনীন শ্রী শ্রী রুহি দাস সেবাশ্রম দুর্গা পূজা মন্ডপ (চর হাসান হোসেন), শ্রী শ্রী গোপাল মন্দির সর্বজনীন সারদীয় দুর্গা পূজা মন্ডপ (বড়খেরী), শ্রী শ্রী মহাপ্রভূর সেবাশ্রম সর্বজনীন দুর্গা পূজা মন্ডপ (রঘুনাথপুর), শ্রী শ্রী গোপাল মন্দির সর্বজনীন সারদীয় দুর্গা পূজা মন্ডপ (চরগাজী), তালুকদার বাড়ি শ্রী শ্রী সর্বজনীন সারদীয় দুর্গা পূজা মন্ডপ (চরগাজী), শ্রী শ্রী সর্বজনীন সারদীয় দুর্গা পূজা মন্ডপ (দক্ষিন টুমচর), সর্ববিদ্যা সর্বজনীন দুর্গা পূজা মন্ডপ (চররমিজ)। শ্রী শ্রী মহাপ্রভুর সেবা আশ্রম সর্বজনীন দুর্গা পূজা মন্ডপের সভাপতি ডা: সুভাস মজুমদার জানান, এবারের পুজা নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছিনা। আইনশৃঙ্খলা বিভাগ এবার আমাদেরও তৎপর রাখছে। তারাও তৎপর আছে। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার তাওহীদুল ইসলাম সুমন জানান, আমরা পুরুষ ও মহিলা টিম নিয়ে আলাদা আলাদা দায়িত্ব পালন করছি। নিরাপত্তা নিয়ে কোন সমস্যা নেই। নিরাপত্তা ব্যবস্থার সার্বিক দায়িত্বে থাকা রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন জানান, এবারের পুজাকে আমরা অন্যান্য বারের মতো নয়, বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সেভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আমি নিজেই নিরাপত্তার বিষয়টি সার্বক্ষনিক তদারকি করছি। SHARES আইন আদালত বিষয়: