রামগতিতে ফাতেমা ঝুমুরের উঠান বৈঠক Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে উঠান বৈঠক করেছেন ফাতেমা ঝুমুর ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও নির্বাহি প্রধান বিবি ফাতেমা ঝুমুর। ২৯ ডিসেম্বর, সোমবার বিকেল ৪টায় রামগতি পৌরসভার ৫নং ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাতেমা ঝুমুর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি জনসেবা করতে আপনাদের নিকট এসেছি। আপনাদের আপনজন হয়েই থাকতে চাই। আমি আপনাদের মতোই একজন। আমি গৃহিণী। ভোট চাইতে আসিনি, মানবিক দায়বদ্ধতা থেকে আপনাদের সাথে দেখা-সাক্ষাৎ করতে এসেছি। তিনি আরো বলেন, আমরা মেয়েরা বিভিন্নভাবে অবেহলিত। মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই নেই। আশি বছর বয়সেও আমাদের নিজস্ব কিছু থাকেনা। মেয়েদের অধিকার নিয়ে তিনি বলেন, আমরা মেয়েরা চাইলে ঘুরে দাঁড়াতে পারি। আসুন ঘুরে দাঁড়াই। তিনি বলেন, এখন পর্যন্ত রামগতি পৌরসভায় ৩জন পুরুষ মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তারা কতটুকু উন্নয়ন করেছেন তা আপনারা বিচার করবেন। নারী হিসেবে আপনারা উনাদের কাছে কতটুকু সেবা পেয়েছেন- তা আপনারাই ভালো জানেন। ইনশাআল্লাহ আমার এখন সবকিছুই আছে। চাওয়া-পাওয়ার কিছুই নেই। এখন একটাই চাওয়া অবহেলিত-উপেক্ষিত নারীদের জন্য কিছু করা। তাঁদের পাশে দাঁড়ানো। মেয়র পদে প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন, বড় পরিসরে পৌরবাসী ও নারীদের জন্য কিছু করতে হলে নির্বাচিত হওয়ার বিকল্প নেই। তাই আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। উঠান বৈঠকে প্রায় তিন শতাধিক নারী অংশগ্রহন করেন। এ সময় ফাতেমা ঝুমুর নারীদের সাথে সাক্ষাৎ করে কুশলাদি বিনিময় করেন। বিপদাপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়াও নারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। উল্লেখ্য, বিবি ফাতেমা ঝুমুর রামগতি পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম হাজী নুরুল ইসলাম। এছাড়াও তিনি রামগতি পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. উমায়ের এর আপন বড় বোন। SHARES প্রচ্ছদ বিষয়: