মেঘনাকে নিয়ে লিখুন! সেরা হলেই সন্মানি

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২০

দেশালোক বিজ্ঞপ্তিঃ  রামগতি-কমলনগরের প্রধানতম সমস্যা মেঘনার ভাংগন। এ নিয়ে যাবতীয় দুর্ভোগ লিখতে পারেন দেশালোক ডটকমে (www.deshalok.com)। সর্বাধিক গুরুত্ব দিয়ে আপনার গঠনমূলক লেখা গুলো প্রকাশ করা হবে।

*লেখা হতে হবে সর্বাধিক ৩০০ শব্দে।
*ফন্ট হতে হবে বিজয়/ইউনিকোডে টাইপ করা।
*ই-মেইল এবং ম্যাসেঞ্জারে লেখা জমা দিতে হবে।
*তথ্যভিত্তিক ও গঠনমূলক লেখা অগ্রাধিকার দেয়া হবে।
*লেখা বাছাইয়ে দেশালোকই সর্বেসর্বা।
*বাছাইকৃত লেখা প্রতিদিন রাত দশটায় প্রকাশ করা হবে।
*মাস শেষে পাঠক সংখ্যা বিবেচনায় সেরা তিন লেখকের জন্য সন্মানির ব্যবস্থা থাকবে।

মোঃ আকবর হোসেন, ব্যবস্থাপক (হিসাব), হিমাচল পরিবহন লি. এর সৌজন্যে মেঘনা বিষয়ক লেখায় সেরা তিন লেখকের সন্মানী প্রদান করা হবে।
——
লেখা পাঠাতে-
সম্পাদক
দেশালোক ডটকম
ই-মেইলঃ deshalok24@gmail.com
মুঠোফোনঃ ০১৯১৯-০২১৯১৪