মেঘনার ভাংগন রোধের দাবিতে কমলনগরে মানববন্ধন

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

দেশালোক সংবাদঃ মেঘনার ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহন এবং বেড়ীবাঁধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল এগারোটায় কমলনগর উপজেলা কমপ্লেক্স এর সামনে এ কর্মসূচি পালন করেছে নদী শাসন সংগ্রাম পরিষদ, কমলনগর শাখা।

ঘন্টাব্যাপি এ মানববন্ধনে বক্তারা মেঘনার ভাংগন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং জোয়ারের পানি প্রবেশ রোধে বেড়ীবাঁধ স্থাপনের দাবি জানান।

বক্তব্য রাখেন কমলনগর উপজেলা নদী শাসন সংগ্রাম পরিষদের আহবায়ক সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারক সাগর, চরফলকন ইউপি চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ, পাটারিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আৃলমগীর, উপজেলা নদী শাসন সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মজিদ, যুগ্ম আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠুসহ আরো অনেকে।

একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এ সময় কমলনগর উপজেলার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন।