এনটিভির বার্তা সম্পাদক লক্ষ্মীপুরের আবদুস সহিদ আর নেই

নেইমপাম নেইমপাম

বাংলাদেশ

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০

দেশালোক সংবাদঃ কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক আব্দুস শহীদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার ১১টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মরহুমের ভাতিজী জামাই ব্যবসায়ী মিজান ইবনে আবদুল কাইউম জানান, আব্দুস শহীদ করোনায় আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন ছিলেন।

আব্দুস শহীদ দৈনিক দিনকালের চিফ রিপোর্টারের দায়িত্বে ছিলেন। পরে তিনি এনটিভিতে শুরু থেকে যোগ দেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামে। তাঁর মৃত্যুতে দেশালোক পরিবার শোক প্রকাশ করছে।