নোয়াখালীর কৃতিজন সোহরাব হোসাইন সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

দেশালোক সংবাদঃ বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা মোঃ সোহরাব হোসাইন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন।

এর আগে তিনি সরকারে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত। তিনি ছাত্রাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ও নাট্যচক্রের সদস্য ছিলেন।

পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মো: সোহরাব হোসাইন বিশ্বের পঁয়ত্রিশটিরও অধিক দেশ সফর করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও ফোরামে দেশের প্রতিনিধিত্ব করেছেন।

সোহরাব হোসাইন ১৯৬১ খ্রিস্টাব্দে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মো: হাবিব উল্লাহ এবং মাতা মরহুমা রহিমা খাতুন। তাঁর সহধর্মিণী ড.মাহমুদা ইয়াসমীন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক । একমাত্র সন্তান সামারা হোসাইন (আরিয়া)।