১৪ ফেব্রুয়ারি রামগতি পৌর নির্বাচন: হবে ইভিএমে

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

দেশালোক: আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচন। চতুর্থ ধাপের পৌর নির্বাচনে একই দিনে দেশব্যাপী হবে ৫৬টি পৌরসভার নির্বাচন। এর মধ্যে একত্রিশটি পৌর নির্বাচনের ব্যবহার করা হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)।এর মধ্যে রয়েছে রামগতি পৌরসভাও। অবশিষ্ট্য ২৫টি পৌরসভায় ব্যবহার করা হবে ব্যালট পেপার।

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ জানুয়ারি। ১৪ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

৩ জানুয়ারী রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। ভোট গ্রহনের বিষয়ে বিস্তারিত প্রস্তুতি গ্রহনের জন্য মাঠ পর্যায়ে নির্দেশনাও দেয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট্য কর্মকর্তা নিয়োগের বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।