রামগতিতে প্রধানমন্ত্রীর ‘স্বপ্ননীড়’ পেলেন ৯০ পরিবার

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২১

দেশালোকঃ মুজিববর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে স্বপ্ননীড় হস্তান্তর করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দেয়া স্বপ্ননীড় এ প্যাকেজ উপহারে রয়েছে আধাপাকা রঙিন টিনের ঘর ও জমির দলিল।
শনিবার (২৩ জানুয়ারী) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুফলভোগীদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৯০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির কবুলিয়তনামা ও ঘরের চাবি তুলে দেয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদ, ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ফারুক, ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলার রামগতিতে মোট ১৫২০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে পর্যায়ক্রমে গৃহ ও জমি প্রদান করা হবে। বর্তমানে ২৩০ টি স্থান চুড়ান্ত করে গৃহ নির্মানের কাজ শেষ পর্যায়ে রয়েছে। যা আগামী কয়েক দিনের মধ্যে হস্তান্তর করা হবে।