রামগতি উপজেলা পরিষদ: সোহেল বহিষ্কার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহিদ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১
নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: রাহিদ হোসেন

দেশালোক: অবৈধভাবে গাছকাটা ও কুকুরের কামড়ের ভ্যাকসিন যথাসময়ে সরবরাহ না করায় বহিষ্কার হয়েছেন রামগতি উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল।

১৮ফেব্রুয়ারি উপসচিব সামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয় ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উল্লেখিত দুটি অপরাধ প্রমানিত হয়। তার বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবের ভোট গননায় পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ১২ সদস্য অর্থ্যাৎ চার-পঞ্চমাংশ সদস্য কর্তৃক অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট গৃহীত হয়।

উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এবং বিধিমালা ২০১৬ মোতাবেক স্বীয় পদ থেকে বহিষ্কার করা হয়। পদটি শুন্য হওয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ মো: রাহিদ হোসেনকে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য ক্ষমতা দেয়া হয়।