রামগতি: নির্বাচনী পোষ্টার গুলো সরুক

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

দেশালোক: রামগতি পৌরসভার নির্বাচন পরবর্তী পোষ্টার গুলো অপসারিত হোক। প্রতিদ্বন্ধী সকল প্রার্থীকেই নিজের পোষ্টার জঞ্জাল সরানোর উদ্যোগ নিতে হবে নিজ থেকে। এব্যাপারে নির্বাচিত জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে সবার আগে।

১৪ফেব্রুয়ারি অনুষ্ঠিত রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এছাড়াও কাউন্সিলর পদে প্রায় ৩৯জন প্রাথী প্রতিদ্বন্ধীতা করেছেন। তার মধ্যে নির্বাচিত হয়েছেন একজন মেয়র, নয়জন সাধারন কাউন্সিলর এবং তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর।

নির্বাচন শেষের এক সাপ্তাহ সময় পার হলেও যেহেতু টাঙ্গানো পোষ্টার গুলো স্বস্থানে রয়ে গেছে সেহেতু পৌরসভার মেয়রকেই এ বিষয়ে দায়িত্ব নিতে হবে। প্রয়োজন হলে পৌরসভা কর্তৃপক্ষ ব্যয়ভার বহন করে হলেও এ পোষ্টার জঞ্জাল সরাতে হবে।

প্রচার প্রচারনার কাজে পোষ্টারের বিকল্প নেই। এখন যেহেতু নির্বাচন শেষ তাই এগুলো পরিবেশ এবং সৌন্দর্য্যহানীর অন্যতম কারন। সুতরাং এগুলো সরাতেই হবে। ইতিপূর্বে আমরা দেশের বিভিন্ন স্থানে নির্বাচনের পর দিনই অপ্রয়োজনীয় এসব পোষ্টার নিজ উদ্যোগেই প্রার্থীরা অপসারন করতে দেখা গেছে। পরিবেশবাদীসহ সাধারন জনগন এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

আমরাও রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিনসহ সকল নির্বাচিত কাউন্সিলরগনকে স্বাগত জানাতে চাই। তারাও যেন স্বীয় উদ্যোগে নিজ নিজ ওয়ার্ডের সকল পোস্টার অপসারনের উদ্যোগ নেন। আমার বিশ্বাস এমন শুভ উদ্যোগকে রামগতি পৌরবাসী স্বাগত জানাবেই।

পোষ্টার অপসারনের নতুন উদ্যোগ শুরু হোক আমাদের শহরে। যা কিছু ভালো তার সঙ্গেই হোক আমাদের পথ চলা। আমরা দুষনমুক্ত ও পরিচ্ছন্ন পৌর শহর চাই।