রামগতি: রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টে নিয়োগ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২১

দেশালোক: রামগতি উপজেলা চরপোড়াগাছা শেখের কিল্লায় অবস্থিত রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্টে বেশ কয়েকটি পদে শিক্ষক-কর্মাচারী নিয়োগ করা হবে।

ট্রাস্ট পরিচালিত আস-সালাম মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও স্কুলের জন্য এসব লোকবল নিয়োগ করা হবে।

শিক্ষক বাংলা, ইংরেজি ও গনিত (প্রতি বিষয়ে একজন করে- যোগ্যতা স্নাতকোত্তর/স্নাতক, শিক্ষক (কোরআনে হাফেজ)-২জন ।শিক্ষক (ইবতেদায়ী মাদ্রাসা)-২জন, যোগ্যতা: ফাজিল। হিসাবরক্ষক-১জন, যোগ্যতা: স্নাতকোত্তর। অফিস সহকারী-২জন, যোগ্যতা- স্নাতক। দপ্তরী-২জন, যোগ্যতা- এসএসসি। পরিচ্ছন্নতা কর্মী-২জন (অষ্টম শ্রেনি)।

বাবুর্চি-১, সহকারী বাবুর্চি-১, নিরাপত্তা প্রহরী-২, মালি-২জন। সকল পদে অষ্টম শ্রেনি পাশ।

বায়োডাটা, আবেদনপত্র, সকল সনদপত্র, দুই কপি ছবিসহ নিম্নোক্ত ঠিকানায় আবেদন করতে হবে- রহিমা মমতাজ ও সাইফ সালাউদ্দিন ট্রাস্ট, চর পোড়াগাছা, শেখের কিল্লা, রামগতি, লক্ষ্মীপুর।

আবেদন করা যাবে- ১১মার্চ ২০২১ইং পর্যন্ত।

যোগাযোগ: ০১৮১২-৩৬৬৪২৪, ০১৭৮৪-৩৯৯৮৬৮