রামগতিতে সাংসদ মেজর মান্নানকে গণসংবর্ধনা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

দেশালাক: মেঘনা তীর সংরক্ষন বাঁধ প্রকল্প একনেক সভায় পাস হওয়ায় লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) এর সাংসদ মেজর (অব:) আবদুল মান্নানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। এর আয়োজন করেন চরআলগী ইউনিয়ন, রামদয়াল বাজার ব্যবস্থাপনা কমিটি ও ব্যবসায়ী এবং চরআলগী ইউনিয়নবাসী।

৪জুন (শুক্রবার) সন্ধ্যায় স্থানীয় রামদয়াল বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মেজর (অব:) মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আবদুল মোমিন, রামগতি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চরআলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী লিটন।

অনুষ্ঠানে বক্তারা মেঘনা তীর সংরক্ষন বাঁধ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহি কমিটি (একনেক) সভায় পাস অনুমোদন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংসদ মেজর (অব:) আবদুল মান্নানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। মেঘনার ভাংগন রোধে প্রকল্পটির দ্রুত কাজ করার দাবি জানান।

সাংসদ মেজর (অব:) আবদুল মান্নান তাঁর বক্তব্যে বলেন, আপনাদের দোয়ায় দীর্ঘ প্রচেষ্টা শেষে প্রকল্পটি পাস হয়েছে। এখন সবার প্রত্যাশা অনুযায়ী দ্রæত কাজ শুরু করার চেষ্টা করবো। আপনারা পাশে থাকলে সফল হবো।

উল্লেখ্য, গত ১জুন একনেক সভায় প্রায় তিন হাজার একশো কোটি টাকার এ প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির আওতায় রামগতি-কমলনগর উপজেলায় মেঘনার ভাংগন কবলিত প্রায় একত্রিশ কিলোমিটার এলাকায় কাজ বাস্তবায়ন হবে।