শফিউল বারী বাবু’র ১ম মৃত্যুবার্ষিকী আজ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

দেশালোক:

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  প্রয়াত সভাপতি শফিউল বারী বাবু’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ।

মরহুম শফিউল বারী বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদলের সাধারন সম্পাদক, স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক এবং মৃত্যুর আগ পর্যন্ত স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাবু’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামগতি-কমলনগর, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল একাধিক অনুষ্ঠান কর্মসূচি পালন করেন। গতো কয়েকদিন ধরে সারাদেশের অসংখ্য নেতাকর্মী বাবু’র কবর জেয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, পোষ্টারিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলও একাধিক কর্মসূচি পালন করেন। বিএনপি’র একাধিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রয়াত বাবু’র স্ত্রী বিথিকা বিনতে হোসাইনসহ অন্যান্য নেতৃবন্দ।

২০২০ সালের ২৮জুলাই ফুসফুসে প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে ঢাকা এবং রামগতি-কমলনগর উপজেলায় একাধিক জানাযা শেষে উপজেলায় রব রোড সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম শফিউল বারী বাবু রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চরটগবী গ্রামে ১৯৭১ সালের ১মে জন্মগ্রহন করেন।