রামগতিতে যেসব স্থানে হবে গণটিকা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ৬, ২০২১

দেশালোক:

আগামী ৭ আগস্ট (শনিবার) রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে ২৪টি স্থানে দেয়া হবে গণটিকা (ভ্যাকসিন)। সরকার ঘোষিত গণটিকা কার্যক্রমের আওতায় রামগতি উপজেলার আটটি ইউনিয়নের চব্বিশটি বুথে দেয়া হবে এসব টিকা।

প্রথম পর্যায়ে প্রতিটি ইউনিয়নের ১, ২ এবং ৩নং ওয়ার্ডে দেয়া হবে এ ভ্যাকসিন। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডগুলোতেও চালু করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রকাশিত এক শিডিউলে এমন তথ্য জানানো হয়েছে। এসব টিকাদান কেন্দ্র সমূহে দেয়া হবে সিনোফার্মার ভ্যাকসিন।

জেনে নিন কোথায় কোথায় হবে টিকার বুথ-

চর বাদাম ইউনিয়ন: ১নং ওয়ার্ড- উত্তর পশ্চিম চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ড- দক্ষিন পশ্চিম চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ড- আসলাম হাজী নুরানী মাদ্রাসা।

চর পোড়াগাছা ইউনিয়ন: ১নং ওয়ার্ড: হারুন মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ড- সৈয়দনগর হাবিবিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ৩নং ওয়ার্ড- চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদ ভবন।

চর আলেকজান্ডার ইউনিয়ন: ১নং ওয়ার্ড- আবদুল মাজেদ নুরানী মাদ্রাসা, ২নং ওয়ার্ড- পশ্চিম বালুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ড- আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ ভবন।

চর আবদুল্যাহ ইউনিয়ন: ১নং ওয়ার্ড-  বালুরচর উচ্চ বিদ্যালয়, ২নং ওয়ার্ড- দক্ষিন চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (চেয়ারম্যান বাজার), ৩নং ওয়ার্ড- দক্ষিন চর আবদুল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় (চেয়ারম্যান বাজার)।

চরআলগী ইউনিয়ন: ১নং ওয়ার্ড- পূর্ব চর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ন, ২নং ওয়ার্ড- উত্তর পূর্ব চর সেকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ড- চর নেয়ামত জনতা মডেল একাডেমি।

চর রমিজ ইউনিয়ন: ১নং ওয়ার্ড- চর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ড- মধ্য চর মেহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ড-  চর গোসাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বড়খেরি ইউনিয়ন: ১নং ওয়ার্ড- রঘুনাথপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, ২নং ওয়ার্ড- রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩নং ওয়ার্ড- রামগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চরগাজী ইউনিয়ন: ১নং ওয়ার্ড- চরগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং ওয়ার্ড- এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় (হাজীরহাট) ৩নং ওয়ার্ড- চরআফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখ্য, গণটিকা কার্যক্রমে টিকা নিতে হলে সরকারি স্বাস্থ্যসেবা বিষয়ক ওয়েবসাইট সুরক্ষাতে করতে হবে রেজিস্ট্রেশন। সাথে নিতে হবে টিকা কার্ড।