বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

দেশালোক: বাংলাদেশ স্কাউট রামগতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ আগস্ট (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রসাশনের সম্মেলন কক্ষে এ কাউন্সিলে সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আবদুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসানাত খাঁন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মামুন অর রশিদ, লক্ষ্মীপুর জেলা স্কাউট সাধারন সম্পাদক কামাল উদ্দিন।

উক্ত কাউন্সিলে সংগঠনের বার্ষিক বাজেট বিবরনী পেশ, ত্রি-বার্ষিক কমিটি নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট রামগতি শাখার সদ্য বিদায়ী সাধারন সম্পাদক মো: আবদুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুজ জাহের, সাধারন সম্পাদক মো: গোলাম শওকত এমরানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্কাউট সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সভায় আগামী তিন বছরের জন্য ৩৪সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করা হয়। এতে সভাপতি (পদাদিকার) নির্বাচিত হন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আবদুল মোমিন। সাধারন সম্পাদক হয়েছেন রামগতি আছিয়া বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: গোলাম শওকত এমরান, কমিশনার নির্বাচিত হয়েছেন চর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোহেল সামাদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মাওলানা মো: আবদুল হাকিম।

সভায় স্কাউটে বিশেষ অবদান রাখায় ছয়জনকে দেয়া হয় বিশেষ সম্মাননা। সম্মাননা প্রাপ্তরা হলেন- উপজেলা নির্বাহি কর্মকর্তা (সভাপতি) মো: আবদুল মোমিন, সদ্য বিদায়ী সাধারন সম্পাদক মো: আবদুল মতিন, মো: গোলাম শওকত এমরান, কৃষ্ণা রানী দাস, সামিউল আজাদ রিফাত এবং মো: আবুল বাশার।