স্থানীয় একটি সংগঠনের আলোচনা সভা ও দোয়া মোনাজাত

নিরবেই পার হলো রামগতিতে বঙ্গবন্ধুর আগমনের ৫০বছর পূর্তি দিবস

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২২

দেশালোক:
বড়সড় কিংবা কোন জমকালো কোন আয়োজন ছাড়াই পার হলো লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধুর আগমনের ৫০বছর পূর্তি দিবস। ঐতিহাসিক এ দিনটিতে স্থানীয় কোন রাজনৈতিক দল কিংবা সামাজিক সংগঠনকে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি। এ নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় একটি সংগঠন চরপোড়াগাছা গ্রামের শেখের কিল্লা এলাকায় এ দিনটিতে আলোচনা সভা এবং দোয়া—মোনাজাতের আয়োজন করেছে। ২০ ফেব্রুয়ারি, রোববার বিকেলে শেখের কেল্লায় এ সভার আয়োজন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত শেখের কিল্লা বাস্তবায়ন কমিটি।

এতে উপস্থিত ছিলেন শেখের কিল্লা বাস্তবায়ন কমিটির সভাপতি মো: মাকসুদ আলম, সদস্য সচিব আবদুল জলিল, বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপের প্রোগ্রাম ব্যবস্থাপক আবদুল মালেক, চরপোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য মোমিন উল্যাহ এবং মুক্তিযোদ্ধা আবুল হাসেম সহ অন্যান্যরা।
সভায় বক্তারা জাতির জনকের রামগতি উপজেলায় আগমনের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারন করেন। পাশাপাশি এ ঐতিহাসিক স্থানে বড় ধরনের প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।

প্রসঙ্গত: মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাত্তোর বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার বাহিরে সর্বপ্রথম সফর করেন লক্ষ্মীপুরের রামগতিতে। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাবার পর ১৯৭২ এর ২০ ফেব্রুয়ারি উপজেলার চর পোড়াগাছা পরিদর্শনে আসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ওড়া—কোদাল নিয়ে মাটি কেটে আলেকজান্ডার — সোনাপুর সড়ক নির্মান কাজ উদ্বোধন করেন। যা এখন শেখের কিল্লা কিল্লা নামে সু—পরিচিত।

ঐ দিন এক সমাবেশের প্রধান অতিথি হয়ে এ গ্রামে এসেছিলেন শেখ মুজিব। মাটি কেটে সমাবেশের মঞ্চ তৈরি করেছিলেন নেতাকর্মীরা। মাটির মঞ্চে দাঁড়িয়ে শেখ মুজিব দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তির ঘোষণা দিয়েছিলেন। দিয়েছেন দেশ গড়ার ডাক।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদধূলিত রামগতির চরপোড়াগাছায় ৬০০ একর খাস জমিতে ২১০টি নদী ভাঙ্গা পরিবারকে পুনর্বাসনের জন্য দেশের প্রথম ‘গুচ্ছগ্রাম’ প্রতিষ্ঠা হয়। আগামী প্রজন্মের কথা চিন্তা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তাঁর স্মৃতি বিজড়িত স্থান রামগতি উপজেলার পোড়াগাছার ‘শেখের কিল্লা’ নামক স্থানটিকে স্মরণীয় করে রাখতে এখানে (গুচ্ছগ্রাম) একটি বহুমুখী ম্মৃতিস্তম্ভ এবং কমপ্লেক্স নির্মানাধীন রয়েছে।