রামগতিতে সনাতন ধর্মাবলম্বীদের ৩দিনব্যাপী মহানামযজ্ঞ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২২

দেশালোক:
লক্ষ্মীপুরের রামগতির ৮নং বড়খেরীর রঘুনাথপুরের শ্রী শ্রী সার্বজনীন গোপাল মন্দিরে তিন দিন ব্যাপী ২৪ প্রহর মহানামযজ্ঞ মহোৎসব (কীর্তন) অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এ মহোৎসবের শেষ হয়েছে ২৬ মার্চ (শনিবার)। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন গোপাল মন্দির যুব সংঘের উদ্যোগে এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— মন্দিরের সভাপতি রিপন চন্দ্র দাস, সাধারন সম্পাদক লিটন চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা অমল চন্দ্র দাস, দ্বীপংকর চন্দ্র দাস, শম্ভুনাথ আচার্য, প্রিয়শিস মজুমদার, যাদব চন্দ্র দেবনাথসহ অন্যান্যরা।
উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তনগোষ্ঠী কীর্তন পরিবেশন করেন।