রামগতিতে ৩২টি অবৈধ বেহুন্দি জাল জব্দ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২২

দেশালোকঃ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩২টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে কোস্ট গার্ড। নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি রামগতি স্টেশন।

৪ জুন (শনিবার) সকালে উপজেলার টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। পরবর্তীতে উপজেলা মৎস্য প্রতিনিধি বিজয় দাস তালুকদার এর উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিন জোনের মিড়িয়া কর্মকর্তা লে. কেএম শফিউল কিঞ্জল জানান, আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এবং জননিরাপত্তার পাশাপাশি বন-দস্যুতা ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।