রামগতিতে এমপিওভুক্ত হলো ৩শিক্ষা প্রতিষ্ঠান

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২২

দেশালোকঃ

সারাদেশে একযোগে ২৭১৬টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষনা দিয়েছে সরকার।  এর মধ্যে লক্ষ্মীপুরের রামগতিতে রয়েছে তিনটি।
প্রতিষ্ঠান গুলো হচ্ছে- নিম্ন মাধ্যমিক কোটায় ‘মাহমুদা বেগম জুনিয়র উচ্চ বিদ্যালয় (১০৭১২০), দাখিল মাদরাসা কোটায় ‘মোহাম্মদীয়া ইসলামীয়া দাখিল মাদরাসা (১০৭১৭০) এবং চরসীতা দারুস সুন্নাহ রাহমানীয়া দাখিল মাদরাসা (১০৭১৭৩)। এর ফলে উপজেলার প্রায় অর্ধ শতাধিক শিক্ষক বেতন-ভাতার সরকারি অংশ প্রাপ্য হবেন।

৭জুলাই (বুধবার) বিকেলে এমপিওভুক্তির এ তালিকা প্রকাশ করে শিক্ষা মন্ত্রনালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।