রামগতিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

সুরাইয়া আক্তার:
রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আবদুল্লাহ-বিন-শফিক এর নেতৃত্বে রামগতি থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় কর্মসূচীর অংশ হিসাবে তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে পারিবারিক কবরে তাঁকে দাপন করা হয়। এ সময় তাঁর রণাঙ্গনের সহযোদ্ধা মুক্তিযোদ্ধগণ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন।
রামগতি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও পারিবারিক সূত্র জানায়, বার্ধক্য জনিত করনে তিনি বুধবার সকালে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র মুক্তিযোদ্ধা হিসবে তিনি হাতিয়া- রামগতি রণাঙ্গনে অংশগ্রহণ করেন। তিনি স্ত্রী তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।