উপকূলে ৬শতাধিক নারিকেল গাছ রোপন করেছে পূবালী ব্যাংক Sarwar Sarwar Miran প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৪ দেশালোক: জলবায়ুর ভারসাম্য রক্ষায় উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে ৬শতাধিক নারিকেল গাছের চারা রোপন করেছে পূবালী ব্যাংক পিএলসি। সোমবার দিনব্যাপি দুটি উপজেলার ১২টি স্থানে এসব চারা রোপন করা হয়। রামগতি বিবিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় আঙ্গিনায় সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মাইনুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাইজদী কোর্ট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান স্বপ্না দাস চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, উপজেলা বন কর্মকর্তা আবদুল বাছেত হাওলাদার, প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ জিল্লুর এবং পূবালী ব্যাংক কর্মকতার্ মীর ইরাক হোসেনসহ ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন পরিষদ (নতুন) প্রাঙ্গন, রামগতি বিবিকে মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আবদুল্যাহ ইবনে মাসুদ (রা) মসজিদ, নুর হোসেন জামে মসজিদ, নাবিদ বিন আবদুল্যাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, চর আফজল আলী আহম্মদ ইসলামিয়া মাদ্রাসা, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, বায়তুল জান্নাত জামে মসজিদ, মধ্য চর আফজল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুহাম্মদপুর আররসা ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সফিউল্যাহ মিয়া ত্রিকোন সমাজে এসব নারিকেল চারা রোপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন জানান, উপকূলীয় অঞ্চলের আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় উপকূলীয় এলাকা হিসেবে রামগতিতে ৪শ এবং কমলনগর উপজেলা ২শতাধিক নারিকেল গাছের চারা রোপন করা হয়েছে। এসব চারা রোপনের ফলে সাধারণ মানুষ ফল হিসেবে নারিকেল খেতে পারবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। পূবালী ব্যাংক উপকূলীয় এলাকা হিসেবে চিহ্নিত করে সারাদেশের বিভিন্ন অঞ্চলে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে। ভবিষ্যতেও ব্যাংকটি আরো জনকল্যানমূখী কাজ করার উদ্যোগ নিয়েছে। SHARES উপকূল বিষয়: