কমলনগর প্রেসক্লাব কার্য নির্বাহি কমিটির ৪ সদস্যের পদত্যাগ Sarwar Sarwar Miran প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৪ দেশালোক: লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাব এর কার্য নির্বাহি কমিটি থেকে একযোগে চার সাংবাদিক পদত্যাগ করেছেন। ৫নভেম্বর, মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুছা কালিমুল্লাহর নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন ওই চার গণমাধ্যমকর্মী। কার্য নির্বাহি কমিটি থেকে পদত্যাগকৃত গণমাধ্যমকর্মীরা হলেন- প্রেসক্লাবের নির্বাচিত সহ-সভাপতি দৈনিক খবরের প্রতিনিধি নাসির মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলিটিনের প্রতিনিধি এমএ এহসান রিয়াজ, নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মোখলেছুর রহমান ধনু। চারজনই কমলনগর প্রেসক্লাবের ২০২৪-২৬ইং সেশনের কার্যনির্বাহী কমিটির দায়িত্বে ছিলেন। পদত্যাগপত্র জমা দেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক গণ্যমাধ্যমকর্মী জানান, গত কয়েকমাস ধরে সভাপতির সাথে বিভিন্ন বিষয় নিয়ে দূরত্ব তৈরি হয়েছে। একসাথে থাকা সম্ভব নয় বলে কার্যনির্বাহির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। দু একদিনের মধ্যে প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করার জন্য আবেদন করব। পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করে কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহ বলেন, চারজন সাংবাদিক তার কাছে পদত্যাগপত্র পেশ করেছেন। পদত্যাগপত্রগুলো নিয়ে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। SHARES উপকূল বিষয়: