দেশালোক সম্পাদকের বাবা আ. করিমের ৫ম মৃত্যুবার্ষিকী আজ Sarwar Sarwar Miran প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ দেশালোক: দেশালোক ডটকম এর প্রকাশক ও সম্পাদক সারোয়ার মিরন এর বাবা মরহুম আবদুল করিম এর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ২৩ডিসেম্বর (সোমবার) রাতের প্রথম প্রহরে পরলোকগমণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। মরহুম আবদুল করিম লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ০৯নং ওয়ার্ড চর হাসান হোসেন গ্রামের (সাবেক চরআলগী ইউনিয়ন-চর হাসান হোসেন গ্রাম) একটি সম্ভ্যান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালের ১জানুয়ারি জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মরহুম মুজাফ্ফর আহম্মদ। মায়ের নাম মাহমুদা খাতুন। নয় ভাই এবং দুই বোনের মধ্যে তিনি সপ্তম। মৃত্যুকালে তিনি দুই ছেলে এবং চার মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ, দুরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দু মাসেরও বেশি সময় ধরে রাজধানীর একাধিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাকালীন সময়ে তিনি নিউরোসাইন্স হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) সহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন তিনি। সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে অবস্থার অবনতি ঘটায় স্বজনরা বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার ২৪ঘন্টার মধ্যে নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ঐদিন সকাল দশটায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। দেশালোক ডটকমের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। দেশালোক সম্পাদক সারোয়ার মিরন তাঁর বাবা মরহুম আবদুল করিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ যেন তাঁকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে আসীন করেন সে প্রার্থনা করি। SHARES উপকূল বিষয়: