সাংবাদিক নেতা বিনু’র মা বিবি খতেজার ৫ম মৃত্যুবার্ষিকী আজ Sarwar Sarwar Miran প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪ দেশালোক: দৈনিক জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা ও রামগতি উপজেলা সাংবাদিক ইউনিটি’র সভাপতি রিয়াজ মাহমুদ বিনুর মা বিবি খতেজার ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের আজকের এইদিনে বাধ্যর্কজনিত কারনে মরহুমা বিবি খতেজা নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ২৩ ডিসেম্বর, সোমবার এ উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে তার রামগতিস্থ নিজ বাসায় বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমা বিবি খতেজা ছিলেন এলাকার একজন প্রিয় ব্যক্তিত্ব এবং সমাজসেবায় তার বিশেষ অবদান ছিল। তার আত্মার মাগফিরাত কামনায় রিয়াজ মাহমুদ বিনু সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। SHARES উপকূল বিষয়: