রামগতি পৌরসভায় টিভি কাপ ক্রিকেট ফাইনাল ও পুরষ্কার বিতরণ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২৪

দেশালোক:

লক্ষ্মীপুুরের রামগতি পৌরসভার ৯নং ওয়ার্ডে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাতে পৌরসভার চর হাসান হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় আসলাম তহশীলদার বাড়ি ক্রিকেট একাদশ।

উক্ত ফাইনাল ম্যাচটি উদ্বোধন ও ম্যাচ ম্যাচ শেষে পুরষ্কার বিতরন করেন রামগতি পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির আহবায়ক সাহেদ আলী পটু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুুর রহিম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিদার হোসেন, আনোয়ার হোসেন নয়ন, ওলামা দল নেতা হাফেজ নেয়ামত উল্যাহ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহজাদা প্রিন্স, শ্রমিকদল নেতা রাকিব হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

নুরিয়া হাজীরহাট এলইডি টিভি কাপ শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট নামের এ মাসব্যাপি টুনার্মেন্টটি আয়োজন করেন স্থানীয় ক্রিড়াপ্রেমি যুব সমাজ। ১২টি টিমের অংশগ্রহনে বিভিন্ন রাউন্ডভিত্তিক আয়োজনে ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্ধিতা করেন আসলাম তহশীলদার বাড়ি ক্রিকেট একাদশ এবং ০২নং ওয়ার্ড চর আলগী ক্রিকেট একাদশ।

অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে একটি ২৪ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে প্রাইজমানি হিসেবে নগদ ৪হাজার টাকা এবং ট্রফি তুলে দেন অতিথিরা।

একটি পরিচ্ছন্ন সমাজ ও মাদকমুক্ত দেশ গঠনে খেলাধুলার বিকল্প নেই এবং পড়ালেখার পাশাপাশি চিত্ত বিনোদন হিসেবে বিভিন্ন ধরনের ক্রিড়াকে প্রাধান্য দিতে তরুন সমাজের প্রতি আহবান জানান বক্তারা। এ ধরনের আয়োজনে তারা সবসময় সম্পৃক্ত থাকবেন বলেও জানান তারা।