বর্ণাঢ্য আয়োজনে রামগতিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

সারোয়ার মিরন:
র্যালী-ছাত্র সমাবেশ ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রামগতিতে পালিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর এবং আসম আবদুর রব সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এসব পালিত হয়েছে।

বিকেল ৫টায় বর্ণাঢ্য র্যালী এবং সন্ধ্যায় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা: জামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শাহেদ আলী পটু, উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিনসহ প্রমুখ নেতৃবৃন্দ। সভার শুরুতে প্রতিষ্ঠাকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিটে দায়িত্বপালনকারী সাবেক ছাত্রদল নেতাদের বিশেষ ব্যাজ পরিয়ে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচয় করিয়ে দেওয়া হয় বর্তমানে দায়িত্বপালনকারী ছাত্রদল নেতাদের।

ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি ইরাজ মাহমুদ বাবু। উপস্থাপনা করেন পৌর ছাত্রদলের সভাপতি শাহাজাদা প্রিন্স এবং কলেজ ছাত্রদলের আহবায়ক শান্ত আহমেদ। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কমলনগর উপজেলা ছাত্রদলের দু কমীর্র মৃত্যুর প্রতি শোক জানাতে সমাবেশের শুরুতে একমিনিট নিরবতা পালন করা হয়।

সমাবেশে সাবেক ও বর্তমান ছাত্রনেতাসহ বক্তব্য রাখেন বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। বক্তারা ২৪এর গণ আন্দোলনে ছাত্র—জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি আগামী নির্বাচনে সাবেক সাংসদ ও কেন্দ্রিয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার ঘোষনা দেন। এছাড়া গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে যে কোন অশুভ শক্তিকে শক্ত হাতে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ ও জাতি গঠনে ছাত্রদলকে নেতৃত্ব দেওয়ার আহবান জানান বক্তারা।

এর আগে দিনব্যাপি নানান আয়োজনের অংশ হিসেবে সকালে উপজেলা বিএনপি, ছাত্রদল ও অন্যান্য অঙ্গসংগঠনের যাবতীয় কর্মকান্ডের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান এর দায়িত্বপালনকালীন উন্নয়ন কর্মকান্ড, ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সাবেক সাধারন সম্পাদক মরহুম শফিউল বাবু’র ছবি, ২৪এর গণঅভ্যুত্থানের তথ্য চিত্র উপস্থাপন করা হয়।

সমাবেশ শেষে নোয়াখালী—লক্ষ্মীপুর থেকে আসা বিভিন্ন শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংষ্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।