রামগতিতে দুটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

দেশালোক:

অবৈধভাবে পরিচালনার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুটিয়ে দিয়েছে প্রশাসন। এসময় দুটি ভাটা মালিককে ১লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করা হয়।

বুধবার দিনব্যাপি এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। যৌথভাবে এ অভিযানে নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন এবং লক্ষ্মীপুর জেলার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেজবাহীজ্জুলহাম চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনীর টিম, রামগতি থানার অফিসার ইনচার্জ ওসি কবির হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের একটি টিম।

অভিযানকালে উপজেলার চর আলগী ও চর রমিজ ইউনিয়নের চর হাসান হোসেন গ্রামের এনবিএম ব্রিকস এবং আরবিসি ব্রিকস্ চিমনি ভেঙ্গে ও আগুন নিভিয়ে সম্পূর্ন গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও দুটি অবৈধভাবে পরিচালনার দায়ে আরবিসি ব্রিকসকে ১লক্ষ টাকা এবং এনবিএম ব্রিকস্ মালিকে ৫০লক্ষ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহি কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, জনস্বার্থ বিবেচনায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।