রামগতিতে নবাগত ইউএনওর মতবিনিময় সভা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতিতে নবাগত উপজেলা নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষের সাথে মতবনিময় করেছেন। ১০ ডিসেম্বর, বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দিদার হোসেন। এ সময় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য দিয়েছেন রামগতি তানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, জামায়াতের উপজেলা আমির মাওলানা আবদুর রহিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াসউদ্দিন, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা কামাল উদ্দীন তাহেরি, পৌর বিএনপির যগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর খন্দকার দিদারুল ইসলাম, আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুল হোসেন, প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নেতা আবু সায়েদ, চর আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান আকবর হোসেন সুমন, এনজিও পরিষদ সমন্বয়ক মো. কাজল, ছাত্র সমন্বয়ক মো. আদনান, মিনহাজুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। নদী ভাংগন, চরে জেগে ওঠা সরকারি ভূমির সঠিক তদারকি, অবৈধ ইটভাটা, ভুলুয়া নদী খনন, রামগতি-নোয়াখালী সীমানা বিরোধ নিষ্পত্তি, বাল্য বিয়ে, রাস্তাঘাট সংস্কার, চুরি ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। উপজেলা হিসেবে রামগতিকে একটি সুন্দর ও মডেল উপজেলায় রুপান্তরে সকলস্তরের স্টেকহোল্ডারদের সহযোগিতা চেয়েছেন নবাগত ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা। উল্লেখ্য, চলতি মাসের ৩তারিখে উপজেলা নির্বাহি কর্মকর্তা হিসেবে রামগতিতে যোগদান করেন নিলুপা ইয়াসমিন নিপা। তিনি ৩৭তম বিসিএসে প্রসাশন ক্যাডারে নিয়োগ লাভ করেন। SHARES আইন আদালত বিষয়: