রামগতিতে জেএসডি প্রার্থীর গাড়িবহরে হামলা: প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে গত এক সপ্তাহ ধরে দলীয় কার্যালয় ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।
বৃহস্পতিবার দুপুরে জেএসডি মনোনীত লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি তানিয়া রব এর বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেএসডি সিনিয়র সহসভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। উপস্থিত ছিলেন জেএসডির কেন্দ্রীয় কমিটিরদপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, প্রচার সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী রোমান, রামগতি উপজেলা সহ-সভাপতি আবুল হাসনাত চৌধুরী মেহেদী, সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু প্রমুখ।

সৈয়দ বেলায়েত হোসেন বেলাল বলেন, “৮ ডিসেম্বর আলেকজান্ডার জনসমানেশে যাওয়ার পথে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালায়। তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। একইভাবে বুধবার (১০ ডিসেম্বর) রাতে আহত নেতাকর্মীদের দেখে বাড়ি ফেরার পথে আমাদের প্রার্থী তানিয়া রবের গাড়িবহরে যুবদলের লোকজন হামলা করে। তারা ‘দামা বাহিনীর’ সদস্য। এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা।”

তানিয়া রব বলেন, ‘আমাদের লোকজন চিকিৎসাধীন রয়েছেন। ৬ ডিসেম্বর থেকে পর পর আমার দলীয় অফিস ভাঙচুরসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী এ বি এম আশরাফ উদ্দিন নিজানের লোকজন এ হামলা করে আসছে।

আমার গাড়িবহরে হামলা চালিয়ে নেতাকর্মীদের মারধর করা হয়। এ পর্যন্ত তাদের হামলায় আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এসব হামলা ও বাধার ঘটনায় আমি সুষ্ঠু ভোট নিয়ে সন্দেহ প্রকাশ করছি। দেশ গঠনে সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের বিকল্প নেই।’

এ ব্যাপারে বক্তব্য নিতে রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি তা ধরেননি।