স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের কম্বল পেয়ে খুশি শীতার্তরা Sarwar Sarwar Miran প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৬ দেশালোক: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। বিশেষ করে গভীর রাতে খোলা আকাশের নিচে অবস্থান করা অসহায় মানুষদের জন্য শীত ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে প্রতিবারের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) গভীর রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তীব্র শীত উপেক্ষা করে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সহকারী পরিচালক (স্বাস্থ্য) ইলিয়াস হোসেন। স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। মানবিক সহানুভূতি থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এই কঠিন সময়ে শীতার্ত মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। SHARES উপকূল বিষয়: