১৫নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়েছে রামগতি যুব সংঘ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৬

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে নারীদেরকে ১৪দিনব্যাপি বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়েছে রামগতি যুব সংঘ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। রামগতি পৌরসভার ডা. মাহবুবুর রহমান উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

১০জানুয়ারি, শনিবার বিকেলে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আওলাদ হোসেন আরিফ এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সামাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মাহবুবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা ডা. মাহবুবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর সৈয়দ মর্তুজা আল আমিন, আলেকজান্ডার কামিল মাদ্রাসার শিক্ষক ও উপদেষ্টা নাজমুল হাসান, রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হকসহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন রামগতি যুব সংঘের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সাংগঠনিক আবু ইউছুফ ডালিম, ক্রীড়া সম্পাদক রাজিব চন্দ্র পাল, প্রচার সম্পাদক মো. হেলাল উদ্দিন, প্রযুক্তি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সারোয়ার মিরনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ, ২৮ ডিসেম্বর এ প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। এতে ১৫জন নারী অংশগ্রহন করেন। সমাপনী দিনে সফলভাবে প্রশিক্ষন সম্পন্নকারীদের সনদ ও ভাতা প্রদান করা হয়।