মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা নিজান

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫

দেশালোক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান।

২২ ডিসেম্বর, সোমবার দুপুরে রামগতি উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সম্পাদক সিরাজ উদ্দিন, রামগতি পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু, সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আল আমিনসহ প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে গণমাধ্যমকর্মীদেরকে বলেন, প্রথম প্রায়োরিটি হিসেবে মেঘনার ভাংগনরোধে চলমান বেড়ীবাঁধের কাজকে আরো গতিশীল ও টেঁকসই বাঁধ নিশ্চিত করনে কাজ করবেন তিনি। এছাড়াও স্বাস্থ্য ও ফ্যামিলি কার্ড প্রদান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের সেবার মান উন্নয়ন, ১লক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ, মামলা হামলা মুক্ত উপজেলা গঠন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।