রামগতি উপজেলা সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২৬ সেপ্টেম্বর

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৫

দেশালোক:
ঢাকাস্থ রামগতি উপজেলা সমিতি’র কার্য নির্বাহি পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ৯আগস্ট, শনিবার ঢাকার মেরুল বাড্ডায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. জসিম উদ্দিন।

তফসিল থেকে জানা যায়- সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদসহ ৩৫টি পদের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি করা হয় আগামী ১৭ থেকে ২০আগস্ট পর্যন্ত। মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে ২০ থেকে ২৭আগস্ট পর্যন্ত। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ৭ সেপ্টেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৬ সেপ্টেম্বর, শুক্রবার সকল দশটা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রাপ্তি ও জমাদান করা যাবে নির্দিষ্ট তারিখে অফিস চলাকালীন সময়ে সমিতির অস্থায়ী কার্যালয়ে। পদসমূহ হচ্ছে: সভাপতি-১জন, সহসভাপতি ৬জন (একজন নারী), সাধারণ সম্পাদক ১জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১জন, সাংগঠনিক সম্পাদক ১জন, সহসাংগঠনিক সম্পাদক ১জন, দপ্তর সম্পাদক ১জন, অর্থ সম্পাদক ১জন, মিডিয়া ও প্রচার সম্পাদক ১জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ১জন, সমাজকল্যান সম্পাদক ১জন, কর্মসংস্থান সম্পাদক ১জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ১জন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ১জন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ১জন, নারী বিষয়ক সম্পাদক ১জন, শিক্ষা ও ছাত্রকল্যান সম্পাদক ১জন, ক্রিড়া সম্পাদক ১জন এবং নির্বাহি সদস্য ৯জন (১জন নারী)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য দু নির্বাচন কমিশনার হচ্ছেন- মো. জাহাঙ্গীর আলম এবং একরামুল হক। উল্লেখ্য, উপকূলীয় উপজেলা হিসেবে রাজধানীতে রামগতিকে তুলে ধরার পাশাপাশি উপজেলার বহুমুখী উন্নয়নে কাজ করে যাচ্ছে রামগতি উপজেলা সমিতি, ঢাকা। আসন্ন নির্বাচনটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী নির্বাচন কমিশনারগণ। নির্বাচিত প্রতিনিধিগণ আগামী তিন বছরের জন্য সমিতিকে পরিচালনা করবেন।