জুলাই গণঅভ্যূত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপি’র র‌্যালি ও পথসভা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

দেশালোক:

জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে আলাদা আলাদা র্যালি ও পথসভা করেছে বিএনপি ও জামায়াত।

৫আগস্ট, মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার আলেকজান্ডার বাজারে র্যালি ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. জামাল উদ্দিন এবং সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন, রামগতি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর সৈয়দ মতুর্জা আল আমিন।

এছাড়াও র্যালিতে অংশ নিয়েছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, কৃষক দল, মহিলা দল এবং ছাত্রদলের উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ। র্যালিটি আ.স.ম আবদুর রব সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে আলেকজান্ডার বাজার প্রদক্ষিণ করে রহমানিয়া মসজিদ মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহদের সুস্থতা কামনা করে বক্তব্য রাখেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনে সাবেক সাংসদ ও কেন্দ্রিয় বিএনপি’র সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান এর হাতকে শক্তিশালী করে ধানেরশীষ প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা। এছাড়াও বক্তারা ফাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে চলমান সুদৃঢ় ঐক্য সুসংহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।