চাঁদাবাজদের হাত ভেঙ্গে দেব -লক্ষ্মীপুরে এআর হাফিজ উল্যাহ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

দেশালোক: 
‘‘আমরা দেশেই ছিলাম দেশেই আছি। আমরা দিল্লী যাই না, আমরা লন্ডন যাই না। পাকিস্তানে তো প্রশ্নই আসে না। খুনি হাসিনা বাংলাদেশে আর ফেরত আসতে পারবে না, আসতে দেব না। দেশে কোন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেওয়া হবে না, চাঁদাবাজদের হাত ভেংগে দেওয়া হবে। লক্ষ্মীপুরের রামগতিতে জুলাইন আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত গণমিছিল পরবর্তী পথসভায় এসব কথা বলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ।

৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় জুলাই আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে গণমিছিল ও পথসভার আয়োজন করে উপজেলা জামায়াত। স্থানীয় আলেকজান্ডার বাজারে অনুষ্ঠিত এ গণমিছিল ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআর হাফিজ উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন- লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, উপজেলা জামায়াত আমির মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি আলী মতুর্জা, পৌর জামায়াত আমির ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা মো. জাফর আহমেদ, ছাত্রশিবির সভাপতি মো. জুয়েলসহ প্রমূখ। গণমিছিলে উপজেলা ও পৌর জামায়াতের সকল ইউনিটের হাজারো নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা, নানান পোস্টার-ব্যানার হাতে অংশ নেন। গণমিছিলটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে আলেকজান্ডার বাজার প্রদক্ষিণ করে রহমানিয়া মসজিদের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

পথসভায় অন্যান্য জামায়াত নেতারা বলেন, গত বছরের এইদিনে ফ্যাসিস্ট ও গণতন্ত্র লুণ্ঠনকারী হাসিনা ছাত্রজনতার আন্দোলনের মুখে তাঁর প্রিয় দেশ ভারতে পলায়ন করেছে। আজ তার এক বছর পূর্ণ হলো। বিদেশের মাটিতে পলাতক থেকেও স্বৈরাচারি হাসিনার দেশবিরোধী কর্মকান্ড করে যাচ্ছে। দেশে তার পেতাত্মারা এখনো খাপটি মেরে বসে আছে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে এসব অশুভ শক্তিকে মোকাবেলার জন্য। পাশাপাশি নেতারা ইউনিয়ন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত সকল স্তরে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তারা। বক্তারা আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের প্রতি জনসাধারনের সমর্থনের বিশেষ আহবান জানান।