রামগতিতে পানিবন্দীরা পেলেন সাবেক এমপি নিজানের খাদ্য সহায়তা

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫

গোলাম রব্বানী:

লক্ষীপুরের রামগতির মেঘনাপাড়ে গাবতলী স্লুইসগেট সংলগ্ন এলাকার পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে রামগতি উপজেলা বিএনপি।

রবিবার, ২৭শে জুলাই বিকেলে চরগাজীর (বয়ারচর) ৩শ পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেন কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি নেতার অনুসারী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীরা। এ সময় রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিন বলেন, এলাকার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় জাতীয়তাবাদী বিএনপির নেতা আশরাফ উদ্দিন নিজানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, সাড়া ফেলানো এমন মানবিক সহায়তা অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চরগাজী বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (কন্টাক্টর) সহ সভাপতি আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন ও ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল যুবদলসহ অন্যান্য নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ শিল্পও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান জানান, একান্ত মানবিক দায়বদ্ধতা থেকে প্রাকৃতিক দুর্যোগের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। তিনি আরও জানান, জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি । এ মুহূর্তে কেউ যেন ব্যক্তিগত কোনো উদ্দেশ্য হাসিল না করে। শুধুমাত্র মানুষ মানুষের জন্য, এমন স্লোগান নিয়ে যেন পানিবন্দি মানুষের পাশে দাঁড়ায়। আর সেই লক্ষ্য নিয়েই আমরা এসব মানুষের পাশে আছি এবং থাকব।

খোঁজ নিয়ে জানা গেছে, হাঁটুপানি পাড়ি দিয়ে দুর্গত এলাকায় পৌঁছে বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে কর্ম হারানো বেকার মানুষের হাতে হাতে পৌঁছে দেয় এসব খাদ্য সহায়তা।