গঠিত হলো রামগতি আহমদিয়া কলেজে নিয়মিত গভর্নিংবডি 

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:৫২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫
দেশালোক:
লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি হয়েছেন শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব মীর তানভীর আহমেদ। রবিবার (১৪ অক্টোবর) জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক চিঠিতে সভাপতি পদে মনোনীত করা হয়। একই চিঠিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রামগতি দ্বায়রা শরীফের পীর সাহেব ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ ফয়সাল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চিঠিতে বলা হয়- গভর্নিংবডির মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে ০২বছর পর্যন্ত তাঁরা এ দায়িত্ব পালন করবেন। ইতিপূর্বে তিনি একই পদের এডহক কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
সভাপতি পদে মীর তানভীর আহমেদ এবং বিদ্যোৎসাহী সদস্য হিসেবে শাহ মোহাম্মদ ফয়সাল মনোনীত হওয়ায় তাদের দক্ষ নেতৃত্বে কলেজের পড়ালেখার মান বৃদ্ধিসহ সামগ্রীক মানোন্নয়নে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ করছেন শিক্ষক-শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকরা।
উল্লেখ্য, মীর তানভীর আহমেদ উপজেলার চরগাজী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের ঐতিহ্যবাহী মীর পরিবারের সন্তান। তাঁর বাবার নাম মীর খবির মিয়া। অন্যদিকে শাহ মোহাম্মদ ফয়সাল বড়খেরী ইউনিয়নের বড়খেরী গ্রামের দ্বায়রা বাড়ির বীর মুক্তিযোদ্ধা, হাতিয়া-রামগতি-লক্ষ্মীপুর অঞ্চলের মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার মরহুম আবদুল মাজেদ এর সন্তান। তাঁরা দুজনেই ইতিমধ্যে শিক্ষানুরাগী এবং সমাজসেবক হিসেবে সবার নজর কেড়েছেন।