রামগতিতে ৫টি কলেজে এইচএসসিতে পাশ ৪৯.২৯শতাংশ Sarwar Sarwar Miran প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫ দেশালোক: ২০২৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় লক্ষ্মীপুরের রামগতিতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হার ৪৯.২৯ শতাংশ। পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ২জন পরীক্ষার্থী। ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশিত কুমিল্লা শিক্ষাবোর্ডের ফলাফল বিশ্লেষনে দেখা যায়- রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজে ৩৫৮জন পরীক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ন হয়েছে ২৫২জন। পাশের হার ৭০.৩৯শতাংশ। কলেজটিতে মানবিকে ১৬৬, ব্যবসায় শিক্ষায় ৭৬ এবং বিজ্ঞান শাখায় ১০জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ডা. তোফা-ই-আইউব মহিলা কলেজে ৯৪জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৬জন পরীক্ষার্থী। পাশের হার ৪৮.৯৪শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন একজন। কলেজটিতে মানবিকে ৩৮, ব্যবসায় শিক্ষায় ৬৮ এবং বিজ্ঞান শাখায় ৬জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। একমাত্র জিপিএ-৫ টি পেয়েছে মানবিক বিভাগ হতে। আবদুল হাদী কলেজে ২২৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ন হয়েছে ১০০জন। পাশের হার ৪৪.৮৪শতাংশ। কলেজটিতে মানবিকে ৭১, ব্যবসায় শিক্ষায় ১৩ এবং বিজ্ঞান শাখায় ১৬জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উপজেলার একমাত্র সরকারি কলেজে আসম আবদুর রব সরকারী কলেজে ৫৮৯জন পরীক্ষার্থী অংশগ্রহন করে উত্তীর্ন হয়েছে ২৩১জন। পাশের হার ৩৯.২২শতাংশ। কলেজটিতে মানবিকে ১১৫, ব্যবসায় শিক্ষায় ৬৯ এবং বিজ্ঞান শাখায় ৪৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।কলেজটিতে মানবিক বিভাগ থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। অন্যদিকে সেবাগ্রাম ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগ হতে ১২জন পরীক্ষার্থী অংশগ্রহন করে সবাই অকৃতকার্য হয়েছে। SHARES উপকূল বিষয়: