ফ্যাসিস্টের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন আ.স.ম রব

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

সারোয়ার মিরন: 
‘‘দীর্ঘ সতের বছর যে দেশে ভোট হয় না, যে দেশে ড্যামি নির্বাচন হয়, যে দেশে ১৫৪জন ভোট ছাড়া নির্বাচিত হয়ে যায়- সেখানে জনপ্রতিনিধিরা কি করেছে গত সতের বছর! ৫আগস্টের পর কারা ইটভাটা থেকে চাঁদাবাজি করেছে- এসব খতিয়ে দেখা দরকার। কারা টাকার বিনিময়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন করেছে! চাঁদারাজরা এখনো আছে, দখলবাজরা এখনো আছে, কি করছে তারা! তাদের মুখে মিষ্টি মিষ্টি কথা বলে। ফ্যাসিস্ট কিন্তু রয়ে গেছে। এ ফ্যাসিস্টের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন আপনাদের নেতা আ.স.ম আবদুর রব। সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখতে চাই। সম্প্রীতি ও শান্তির জন্য সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত পরিবেশ তৈরি করার কোন বিকল্প নেই।’’- ৫ আগস্ট ফ্যাসিবাদ বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব।

তিনি আরো বলেন- চাঁদাবাজদের কোন দল নেই, ধর্ম নেই- তারা এক দল। মানুষদের নির্যাতনের দল। আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে— সে সংষ্কারের কথা আ.স.ম রব বলেছে। নদী শাসনের কথা, রাষ্ট্র ব্যবস্থাপনা সংষ্কারের কথা, উচ্চ কক্ষের কথা- বলেছে আপনাদের নেতা। তাহলে আজ এসবের কথা কেন উঠেছে! রাষ্ট্র যদি আমরা সংষ্কার না করি, অপরাধীর বিচার না করি- তাহলে সমাজ কীভাবে একটি শৃংখলার মধ্যে আসবে? এ জন্যই দুর্বৃত্তায়ন দেশ থেকে যাচ্ছে না। এদেরকে পুুঁজি করে কেউ কেউ রাজনৈতিক ফায়দা লুটছে।

শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায়ে রাষ্ট্র কাঠামোয় শ্রেণি-পেশার জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবিতে- ২৮আগস্ট বৃহস্পতিবার, বিকেল ৫টায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন বাবলু’র সঞ্চালনায় গণমিছিল ও পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, কেন্দ্রীয় সাংগঠিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন রোমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, জেএসডি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. বিজয়, সাধারণ সম্পাদক নাবিলা সুলতানাসহ রামগতি উপজেলা জেএসডি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে বিকেল ৫টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে তানিয়া রবের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী গণমিছিল শুরু হয়। গণমিছিলটি আলেকজান্ডার বাজার ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলেকজান্ডার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। গণমিছিলে উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার নেতা-কর্মী রং-বেরঙের ব্যানার পেস্টুন হাতে অংশগ্রহন করে।