ভুলুয়া নদীর ভাঙ্গনরোধে রামগতিতে মানববন্ধন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

দেশালোক: 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ড মীর সমাজ এলাকায় ভুলুয়া নদীর তীব্র ভাঙ্গনে নিঃস্ব হয়ে গেছে কয়েকশ ঘরবাড়ি ও শত শত একর কৃষি জমি। ভাঙ্গনরোধে ভুলুয়া নদীর তীরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

১৩ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টায় ভুলুয়া নদীর পাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন- চররমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবির, মীর সমাজ জামে মসজিদের সভাপতি মো. আব্দুল্লাহ, স্থানীয় বাসিন্দা জহির উদ্দীন, শিক্ষার্থী নাহিদুল ইসলাম, আজিমা বেগম, কুলছুম ও রাবেয়া বেগম প্রমূখ।

বক্তারা বলেন, লক্ষ্মীপুরের রামগতি ও নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সিমান্তের চররমিজ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মীর সমাজের উপর দিয়ে বয়ে গেছে ভূলুয়া নদী। নদীটির সুবর্ণচর অংশে চর জেগে উঠায় রামগতির অংশে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে মীর সমাজের কয়েক শত পরিবার নদী ভাঙনের মুখে পড়ে। ইতিমধ্যে অন্তত শতাধিক ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখনো ৪০টির মত বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। এছাড়াও কয়েক একর কৃষি জমি ভুলুয়া নদীতে বিলীন হয়ে গেছে। ভাংগন শংকায় রয়েছে শত শত একর ফসলি জমি, বাড়ি-ঘরসহ উত্তর চর আফজাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, চরআফজল মীর সমাজ নুরানী মাদরাসা, চরআফজল মীর সমাজ জামে মসজিদসহ বেশ কয়েকটি স্থাপনা। ফলে এসব মানুষগুলো রয়েছে চরম উদ্বিগ্ন উৎকন্ঠায়।

তারা বলেন- ভুলুয়া নদীর ওই স্থানে দ্রুত ব্লক বাঁধ নির্মাণ না করলে অল্প সময়ের মধ্যে মীর সমাজটি নদী গর্বে বিলীন হয়ে যাবে। তাই তারা দ্রুত নদীর তীরে বাঁধ নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, সরেজমিনে গিয়ে তদন্ত করে ওই স্থানে বাঁধ নির্মাণের উদ্যোগ নিবেন তিনি।