রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজে নবীন বরণ Sarwar Sarwar Miran প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৫ গোলাম রব্বানী, রামগতি: লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রামগতি আহমদিয়া কলেজে একাদশ শ্রেণির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ড. মো. আফছারুল মিজান। প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজ গভর্নিং কমিটির সভাপতি মো. মীর তানভীর উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মীর খবির মিয়া, নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ অধ্যাপক রিনজিৎ দাস এবং পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ। নবীনদের উদ্দেশ্য মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থী জিহাদ হোসেন। মো. আবুল খায়েরের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সদ্য সাবেক হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজাহান তালাশী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মদ উল্লাহ সেলিম, কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সায়েদুল হক, রামগতি বাণী ভবানী কামেশ্বরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস, দ্বায়রা শরীফের পীর সাহেব শাহ মুহাম্মদ ফয়সাল ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এ সময় বক্তারা নবীনদের উদ্দেশে বলেন- যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে, তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। মা-বাবা সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। তেমনি আমরাও তোমাদের মঙ্গল কামনা করি। তোমরা এখানে পড়ে ভালো মানুষ হও, পরিবার ও সমাজের কাজে লাগো, দেশের কাজে লাগো এটুকুই কামনা। নবীন বরণ অনুষ্ঠানে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের পক্ষে মানপত্র গ্রহন করেন শিক্ষার্থী মাহেদুল ইসলাম । অনুষ্ঠানের শেষদিকে মোটিভেশনাল স্পিকার জহিরুল আলম তাইমুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাইডলাইন বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন। SHARES উপকূল বিষয়: