রামগতিতে বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন Sarwar Sarwar Miran প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫ দেশালোক: বিএনপির বিরুুদ্ধে কার্যালয় ভাংচুরের অভিযোগ এনে শনিবার সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসসডির সংবাদ সম্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রামগতি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার বিকেলে আলেকজান্ডার বাজারে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মর্তুজা আল আমিন। বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি আ.স.ম আব্দুর রবের নেতৃত্বাধীন জেএসডির একটি অংশ আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক এবং সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই এই অভিযোগসমূহ রাজনৈতিকভাবে প্রণোদিত, তথ্যবিবর্জিত এবং রামগতি বিএনপির সুনাম ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি ন্যক্করজনক অপচেষ্টা। প্রকৃত ঘটনা তুলে ধরি আল আমিন আরো বলেন, গতকাল (শুক্রবার) রাতে বড়খেরী ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে একটি নির্বাচনী প্রচারণার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় হঠাৎ জেএসডি অফিস থেকে উশৃঙ্খল কিছু ব্যক্তি আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। এছাড়াও পরপরই আমাদের শান্তিপূর্ণ মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হয়।তিনি আরো বলেন, উপজেলা বিএনপির অভিভাবক এবিএম আশরাফ উদ্দিন নিজান এর নির্দেশে আমরা সর্বোচ্চ ধৈর্য, সংযম ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে আমাদের নির্বাচনীয় পথসভা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করি। কিন্তু পরবর্তীতে জেএসডির ওই অংশ নিজেদের পার্টি অফিসের কিছু আসবাবপত্র নিজেরাই ভাঙচুর করে এবং পুরো ঘটনাকে উল্টোভাবে উপস্থাপন করে। এরপর তারা একটি সাজানো ও বানোয়াট সংবাদ সম্মেলনে আমাদের রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চর আলগী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তানভীর আহামেদ জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ মোঃ শাব্বির এর বিরুদ্ধে অসত্য অভিযোগ উত্থাপন করে। বাস্তবে ওই সময় তাদের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তারা চর রমিজ ইউনিয়নে একটি নির্বাচনী আলোচনা সভায় আনুষ্ঠানিকভাবে উপস্থিত ছিলেন। এ তথ্য জেনেও জেএসডির ওই অংশ বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়িয়ে জনমনে ভুল বোঝাবুঝি তৈরির অপচেষ্টা করেছে। সংবাদ সম্মেলনে আল আমিন দাবি করেন, জেএসডির উসকানিমূলক হামলা ও ইটপাটকেলের আঘাতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন মো. রুবেল, জমির আলী, আলাউদ্দিন বিসু। সৈয়দ মর্তুজা আল আমিন বলেন, রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময়ই শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কাজ করে আসছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অপতৎপরতার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না, নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমরা জেএসডির বিভ্রান্তিমূলক, মনগড়া ও উদ্দেশ্যমূলক অভিযোগের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃঢ় প্রত্যাখ্যান জানাচ্ছি। তাদেরকে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানাই। রামগতি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভবিষ্যতে যদি কোনো মিথ্যা অপপ্রচার চালানো হয় তাহলে আমরা রাজনৈতিক ও আইনগতভাবে তা মোকাবেলা করব। SHARES উপকূল বিষয়: