রামগতিতে জেএসডি কার্যালয় ভাংচুর: প্রতিবাদে সংবাদ সম্মেলন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে নির্বাচনী গণসংযোগ ও প্রচার প্রচারনার লক্ষে স্থাপিত কার্যালয় ভাংচুরসহ ককলেট বিস্ফোরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।

শনিবার সকাল ১১টায় জেএসডি উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন- উপজেলা জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু।

লিখিত বক্তব্যে লোকমান হোসেন বাবলু বলেন, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভায় আমাদের দলের নির্বাচনী প্রচার প্রচারনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। আগামী ৮ নভেম্বর জেএসডির উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে। বিগত কয়েকদিন থেকে সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান বিভিন্ন উঠান বৈঠকে আমাদের দলের নেতা আ.স.ম আবদুর রব এবং আমাদের নেত্রী মিসেস তানিয়া রবসহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করুচিপূর্ণ এবং অশ্লীল বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন,  দলীয় জনসভা সফল করার জন্য আমাদের সর্বস্তরের নেতা কর্মীরা যখন ব্যস্ত ঠিক সেই মূহুর্তে শুক্রবার রাতে সময় উর্ধ্বতন নেতাদের নিদের্শে জামাল উদ্দিন, মো. সিরাজ উদ্দিন, মো. জুয়েল, শিবলী নোমান, শিব্বির, ইরাজ, হান্নান, মিজান মেম্বার, জাহাঙ্গীর, আলম মাসুদ পারভেজসহ ৮নং বড়খেরী ইউনিয়ন জেএসডির কার্যালয়ে হামলা চালায়। এ সময় অফিসের চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর করে। হামলায় বড়খেরী ইউনিয়ন জেএসডির সাধারণ সম্পাদক মো. মাহবুব এবং জেএসডি ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি জিসান এবং যুব পরিষদের নেতা ফয়েজের দোকানে ককটেল বিষ্ফোরণ করে।

লোকমান হোসেন আরো বলেন, ৮ তারিখের জনসভা আমরা যেন সফল করিতে না পারি সে জন্য সোনাপুর বাস মালিক সমিতি, লক্ষ্মীপুর বাস মালিক সমিতি এবং ট্রাক মালিক সমিতিতে গিয়ে-ফোনে আমাদের জনসভায় গাড়ী না দেওয়ার জন্য হুমকি প্রদান করেন তারা। পাশাপাশি রামগতি উপজেলা বিভিন্ন ইউনিয়ন এবং বাজারে গিয়ে প্রকাশ্যে হুমকি ধামকি প্রদান করে যেন জেএসডির জনসভায় লোক না যায়। গেলে গাড়ী ভাংচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হবে বলেও প্রচার ভয়ভীতি প্রদান করছেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেএসডি উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, সহ সভাপতি আবুল হাসানাত চৌধুরী মেহেদি, মীর গোলাম আজম ফারুক, পৌর সভাপতি জহিরুল ইসলাম নৌশাদ, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ইউপি সদস্য মোতাসিন বিল্লাহ বাবুলসহ সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ।