লক্ষ্মীপুর-৪: মনোনয়ন সংগ্রহ করলেন বীথিকা বিনতে হোসাইন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৫

দেশালোক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহি প্রধান বীথিকা বিনতে হোসাইন।

২৩ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে সহকারি রির্টানিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় থেকে নিজের অনুসারী নেতাকর্মীদের মাধ্যমে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সদস্য সচিব মোঃ রেদওয়ান হোসেন, চর মাটিন ইউনিয়ন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ রামগতি-কমলনগর উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তিনি এ অঞ্চলের মানুষের কল্যানে নিজেকে নিযুক্ত করতে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থী হবেন।