রামগতিতে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম বিরতি পালন

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৫

দেশালোক:

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশি জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রামগতিতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা প্রথম দিনের মত কর্মবিরতি পালন করেছেন।

সংগঠনটির অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির আন্দোলনের অংশ হিসেবে ১৩ অক্টোবর, সোমবার সকাল দশটা থেকে প্রথম দিনে উপজেলার ২২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি মাদ্রাসা এবং ৩টি কলেজ এ অভিন্ন কর্মসূচিতে অংশ নেয়। এ সময় শিক্ষক—কর্মচারীগণ বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক কাজ করা থেকে বিরত থাকেন।

উল্লেখ্য, মূল বেতনের ২০শতাংশ বাড়িভাড়া এবং ১হাজার ৫শ টাকা চিকিৎসা ভাভা এবং শ্রান্তি বিনোদন ভাতা— এ তিনটি দাবি আদায়ের লক্ষ্যে রবিবার সকালে সারাদেশের শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ শিক্ষকদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো দেশের শিক্ষক সমাজ ক্ষোভে ফুঁসে ওঠে। একই দিন বিকেলে শিক্ষকরা কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করতে থা

কে। পাশাপাশি সারাদেশের ৩০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্ট সময়ের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা করেন সংগঠনের সাধারন সম্পাদক অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসেন আজিজি।
আলেকজান্ডার কামিল মাদ্রাসা অধ্যক্ষ ও রামগতি উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তৈয়ব আলী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা আমাদের ন্যায্য দাবি ছিল। দীর্ঘদিন ধরে আমরা সরকারের নিকট এ দাবি করে আসছিলাম। কিন্তু সরকার দাবি পুরণ না করে শিক্ষকদের সঙ্গে নানা তালবাহানা করে আসছে।

শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায়ের এবং গনমাধ্যমের নিকট দাবির যৌক্তিকতা তুলে ধরতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। সরকারের পুলিশ বাহিনী নিরীহ শিক্ষক কর্মচারীদের চত্রভঙ্গ করতে তাদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জলকামান ব্যবহার, লাঠিচার্জ, পিটিয়ে আহত করে।