সুনামগঞ্জের তাহিরপুর থানার ওসি রামগতির আ.কাদের এর ইন্তেকাল Sarwar Sarwar Miran প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৫ দেশালোক: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের বাসিন্দা সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের নয়ন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর। ১৬ আগস্ট, শনিবার সকাল ৮টায় সুনামগঞ্জের তাহেরপুর থানায় কর্মরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আবদুল কাদের নয়ন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের বিবিরহাট বাজার এলাকার মৃত হাবিব উল্যাহর ছেলে। ১৯৭৯ সালের ১জানুয়ারী তিনি জন্মগ্রহন করেন। বিবিরহাট রশিদীয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। আবদুল কাদের নয়নের ভগ্নিপতি কমলনগর উপজেলার চর ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের জানান, নয়ন ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে নিয়োগ পেয়ে সাব ইন্সপেক্টর চাকরিতে যোগদান করেন। তিনি সুনামগঞ্জ জেলার তাহের পুর থানায় পুলিশ পরিদর্শক অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সকাল সাড়ে ৯টায় বিবিরহাট বাজারে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। SHARES আইন আদালত বিষয়: