প্রায় যুগ পর

রামগতিতে বিএনপি’র কাউন্সিল: কাদের উপর আস্থা রাখবে তৃণমূল

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

সারোয়ার মিরন:
দীর্ঘ ১১ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ২২ আগস্ট শুক্রবার সকাল ১০টায় উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন ঘিরে উপজেলা জুড়ে চলছে সাজসাজ রব। উৎসাহী নেতাকর্মীদের পদচারণায় মুখর পুরো পুরো উপজেলা ও পৌর এলাকা। আয়োস্থলকে ঘিরে চলছে সর্বশেষ প্রস্তুতির কাজ। ইতিমধ্যে সভাস্থল পরিদর্শন করেছেন সাবেক সাংসদ ও কেন্দ্রিয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

দলীয়সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়টায় সম্মেলন তো দুরের কথা ছোট পরিসরেও তারা কোনো ধরনের সভা সমাবেশও করতে পারেনি। হামলা ও মামলার ভয়ে সবসময় আতঙ্কে ছিলেন। এখন মুক্ত পরিবেশে সম্মেলন হচ্ছে। এ কারণে তারা উজ্জীবিত ও আশাবাদী। উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাড. আহাম্মদ আজম খান। উদ্বোধনী বক্তব্য দিবেন কেন্দ্রীয় বিএনপির বাণিজ্য ও সহশিল্প বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক দুইবারের এমপি আশরাফ উদ্দিন নিজান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন শাবু, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বশীল নেতা ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাসিবুর রহমান।

জানা যায়, রামগতি উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। তখনকার সময়ে আশরাফ উদ্দিন নিজানকে আহ্বায়ক ও জামাল উদ্দিনকে সদস্য সচিব করে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হয়। সবশেষ ২০২১ এ সংক্ষিপ্ত পরিসরে সম্মেলনে ফের জামাল উদ্দিনকে আহবায়ক ও সিরাজ উদ্দিনকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আয়োকজসূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন রামগতি পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র সাহেদ আলী পটু। দ্বিতীয় অধিবেশন কাউন্সিল পর্বের সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহবায়ক জামাল উদ্দিন। সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিন এবং পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ মর্তুজা আল আমিন।

 

ইতিমধ্যে দলটির উপজেলা ৮টি ইউনিয়ন ও পৌর কমিটির অধিনস্থ ৯টি ওয়ার্ড এর কাউন্সিল অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত হয়েছে। এখন কেবল অপেক্ষার পালা কারা হচ্ছেন উপজেলা ও পৌর বিএনপির কর্ণধার! দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থাকা পুুরোনো নেতৃত্বেই আস্থা রাখবেন তৃণমূলের নেতারা নাকি নতুন কাউকে বেছে নিচ্ছেন তারা- তা জানতে অপেক্ষা করতে হবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত। তবে নেতাকর্মীদের সাথে আলাপ কালে ধারণা করা যাচ্ছে পুরোনোতেই তাদের আস্থা রয়েছে। তবে কি নতুনত্ব বলতে আহবায়ক থেকে সভাপতি এবং সদস্য সচিব থেকে সাধারণ সম্পাদক পদবী পাচ্ছেন পূর্বের নেতারাই- সে অপেক্ষা কেবল ২৪ঘণ্টার।