এইচএসসি-তে জমজ দুই ভাইয়ের জিপিএ-৫

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর সেকান্দর সফিক একাডেমি (উচ্চ) বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মেহেরুন নেছার দুই ছেলে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। জমজ এ দুই ভাইয়ের মধ্যে মো. মেহেরাজ হোসেন অপু (১৮) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ অর্জন করেন। অপর ভাই মো. তানভীর হাসান দিপু (১৮) নোয়াখালী সরকারী কলেজ থেকে বিজ্ঞান শাখায় জিপিএ-৫ অর্জন করে।

অপু ও দিপু দুই ভাই-ই উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে বিজ্ঞান শাখা থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। উল্লেখ্য, মেহেরাজ এবং তানভীর দুজনই প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। জুনিয়র সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় অংশ নিতে পারেনি তারা। ভালো ফলাফলের পেছনে বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের অবদানকে তুলে ধরেন কৃতি এ দুইভাই। তারা উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের ৯নং ওয়ার্ড সেবাগ্রাম এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর এর সন্তান।

ঢাকায় ভর্তি কোচিংরত এ দুই ভাইয়ের মধ্যে বড় ভাই দিপু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ ভর্তি হয়ে ভবিষ্যতে প্রকৌশলী হতে আগ্রহী। অন্যদিকে ছোট ভাই অপু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ভর্তি হতে আগ্রহী। পাশাপাশি প্রস্তুতি নিচ্ছেন মেডিকেল ভর্তির জন্যও।

মা মেহেরুন নেছা জানান, ছেলেদের এ অর্জনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি তাদের শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। দুই ছেলের জন্য সবার কাছে দোয়া চান যেন তারা মানুষের মত মানুষ হতে পারেন।