রামগতিতে ভূমি মালিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৫

দেশালোক:

লক্ষ্মীপুরের রামগতিতে ক্রয়কৃত ভূমিতে দোকানঘর নির্মান করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও হুমকি-ধামকি প্রদর্শনের প্রতিবাদ করেছেন ভূমি মালিক মো. আবদুল মতিন।

২৯ অক্টোবর, বুধবার গণমাধ্যমে পাঠনো এক প্রতিবাদলিপিতে তিনি জানান, উপজেলার হাজিগঞ্জ বাজারে মালিকানাধীন ৩ শতাংশ জমি রায়তি সত্ত্বে বিভিন্ন দলিলের মাধ্যমে তিনি ক্রয় করেছেন। এসব দলিলের ভিত্তিতে তিনি দাবি করেন, তার জমির মালিকানা সম্পূর্ণ বৈধ। উল্লেখ্য, জমি ক্রয়ের দলিলগুলি ১৯৭৪ থেকে ১৯৯১ সালের মধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বিস্তারিত দলিল নম্বর ও মালিকদের নাম উল্লেখ করে প্রমাণ হিসেবে তুলে ধরেছেন।

তবে দীর্ঘদিন ধরে জমির সঠিক সীমানা নিয়ে নানা জটিলতা দেখা দেয়। জমির একাংশ অন্য ব্যক্তির ভুল দখলে চলে গিয়েছিল, যা নিয়ে ২০২৪ সালে প্রকৃত মালিক রুহুল আমিন তাকে জায়গা ছেড়ে দিতে বলেন। তবে আব্দুল মতিন ও তার পারিবারিক সদস্যরা তাদের বৈধ মালিকানা বুঝে পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষার অনুরোধ করেন।

মালিকানাধীন জমির কিছু অংশ খালি থাকায় মোঃ আব্দুল মতিন একটি একচালা ঘর নির্মাণ করেন। এ নিয়ে বাজারের কয়েকজন উপদেষ্টা ও স্থানীয় কিছু ব্যক্তি অভিযোগ তোলেন এবং আনুষ্ঠানিক বৈঠকেও বিষয়টি আলোচনা হয়। কিন্তু স্থানীয় চেয়ারম্যান ও উপদেষ্টামণ্ডলী কোনও সমাধান দিতে পারেনি।

চলতি বছরের ২৬ এপ্রিল উপজেলা নির্বাহি কর্মকর্তা, সহকারি কমিশনার (ভূমি) ও তহশিলদারসহ সরকারি প্রতিনিধি দল এসে জমির দলিল ও পরিমাপ যাচাই করেন। তারা স্পষ্টভাবে জানান যে, তরকারি গলিতে সরকারি জমি নেই এবং গলির অভ্যন্তরে যথাযথ সীমানা অনুসারে ঘর নির্মাণ করা যাবে। এই পরিমাপ ও রিপোর্ট বাজারের গণ্যমান্য ব্যক্তিদের সামনে উপস্থাপন করা হয়।

তিনি আরো জানান, তবে এ পরিস্থিতিতে অন্য একটি পক্ষ আমি ও আমার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে গলির মুখ দখল করার ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও কুৎসিত ষড়যন্ত্র বলে আব্দুল মতিন উল্লেখ করেন। এমন অপপ্রচার তাদের ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছে।

এছাড়া, প্রকৃত মালিকদের পক্ষ থেকে তাদের জায়গা ছেড়ে দেওয়ার দাবিতে বিভিন্ন ধরনের হুমকি ও অবৈধ দখলের ঘটনা ঘটছে। বাজার কমিটি, স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ জানালেও কার্যকর কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলেও তিনি জানান ।

মোঃ আব্দুল মতিন ও তার পরিবারের পক্ষ থেকে হাজীগঞ্জ বাজার কমিটি ও স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে তাদের বৈধ মালিকানা নিশ্চিত করার এবং মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। এছাড়াও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক তথ্য প্রচারের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।