রামগতিতে ইউপি চেয়ারম্যান – গ্রাম পুলিশের বিরুদ্ধে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ

Sarwar Sarwar

Miran

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫

দেশালোক: 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন ও প্রাম পুলিশ (চৌকিদার) মো. লোকমান হোসেনের বিরুদ্ধে জেলেদের (ভিজিএফ) চাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

১৩ জুলাই, রবিবার সকালে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় হাতেনাতে ৬ বস্তা চাল আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ও মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান। আটক হওয়া ওই চাল আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন ও গ্রাম পুলিশ মো. লোকমান হোসেনের কারসাজিতে পরিষদ থেকে সরিয়ে নেওয়ার সময় জব্দ করা হয় বলে স্থানীয়রা জানান। এর আগেও ওই ইউনিয়ন পরিষদে সরকারি বিভিন্ন দপ্তরের চাল নিয়ে এমন ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া চাল বর্তমানে উপজেলা মৎস্য কর্মকর্তার হেফাজতে রয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার সময় আলেকজান্ডার ইউনিয়ন পরিষদ থেকে ৩টি অটোরিকশা ভর্তি ১৮বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন ওই ইউনিয়নের পান ব্যাপারী জামালের বাড়ীতে। চালভর্তি অটোরিকশাগুলো নুরুল ইসলাম চেয়ারম্যানের বাড়ীর সামনে গেলে স্থানীয়দের সন্দেহ হলে অটোরিকশা সহ চাল আটক করেন তারা। পরিস্থিতি দেখে ১২বস্তা চালভর্তি দুইটি অটোরিকশা দ্রুত পালিয়ে যায়। আর ৬ বস্তা চালসহ একটি অটোরিকশা জনতার হাতে আটক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ও মৎস্য কর্মকর্তা মো. সৌরভ-উজ-জামান। এ সময় পরিষদ থেকে চেয়ারম্যান শামীম আব্বাস সুমন ও গ্রাম পুলিশ মো. লোকমান হোসেন কৌশলে সটকে যান।

অটোরিকশা চালক মো. তুহিন বলেন, তাকে আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ও গ্রাম পুলিশ লোকমান হোসেন এই চাল স্থানীয় পান ব্যাপারী বাড়ীর জামালের কাছে পৌঁছে দিতে বলেছেন। তাই তারা চাল নিয়ে যাচ্ছিলেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন বলেন, মানুষের চাল মানুষ নিয়েছে। আমাদের কি করার আছে বলে ফোন কেটে দেন।
রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সৌরভ-উজ-জামান বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে চাল উদ্ধার করি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, উদ্ধার করা চাল মৎস্য কর্মকর্তার হেফাজতে রয়েছে। ইউএনও স্যার এসে আইনগত ব্যবস্থা নিবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে এসিল্যান্ড ও মৎস্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কিছু চাল উদ্ধার করেছেন। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।